শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

জোর করে গেটবার তুলেন মাইক্রোবাস চালক : দাবি গেটম্যানের 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ২৯ জুলাই ২০২২

Google News
জোর করে গেটবার তুলেন মাইক্রোবাস চালক : দাবি গেটম্যানের 

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন।  

মাইক্রোবাসটি যখন রেললাইনের কাছে পৌঁছায় তখন গেট ফেলা ছিল বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন। ওই রেলগেটের গেটকিপারের সাথে কথা বলে এ তথ্য দিয়েছেন তিনি। 

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেট বারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।  

মাইক্রোবাসের নিহত যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 

মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের