শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

একের পর এক খুন: উখিয়ায় রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৫, ২২ সেপ্টেম্বর ২০২২

Google News
একের পর এক খুন: উখিয়ায় রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে এরশাদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ‘ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যার কারণ খোঁজা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গত মঙ্গলবার রাতে বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতে পাহারায় নিয়োজিত থাকা রোহিঙ্গা জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী শিবিরগুলোতে একের পর এক হামলা ও খুন চালিয়ে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো সেখানকার নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। গত জুলাই থেকে রোহিঙ্গা শিবিরে তিন মাঝিসহ অন্তত ১১ জন খুন হয়েছেন।

মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের