চট্টগ্রামে লাইনচ্যুত ট্রেন তিন ঘণ্টা পর উদ্ধার

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চট্টগ্রামে লাইনচ্যুত ট্রেন তিন ঘণ্টা পর উদ্ধার

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২২

Google News
চট্টগ্রামে লাইনচ্যুত ট্রেন তিন ঘণ্টা পর উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রামের (সীতাকুণ্ড) ভাটিয়ারিতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর এটি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সেখানে লাইনচ্যুত হয়। এরপর দুপুর ১২ টা ২৫ মিনিটে বগিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার মজুমদার।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন এর একটি বগি লাইনচ্যুত হয়। লুপলাইনে এ দুর্ঘটনা হয়েছে। বগিটি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হয়নি। বগিটি উদ্ধার করে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। তবে অন্য লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের