শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

এক ঘন্টার চেষ্টায় রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৯ ডিসেম্বর ২০২২

Google News
এক ঘন্টার চেষ্টায় রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ক্যাম্পের এক বাসিন্দা জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী বলেন, এনজিওর অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বেশি কিছু ক্ষতি হওয়ার আগে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি।

সেখানকার ওসি জানান, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে এবং পরে ফায়ারসার্ভিস ও  স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের