সোমবার,

০৬ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মুন্সীগঞ্জে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২০:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২১

Google News
মুন্সীগঞ্জে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

প্রতীকী ছবি

দোহারের শাইনপুকুর থেকে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় আসার পথে মাহমুদা বেগম (৪৪) নামের এক গৃহবধুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার কাদির মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গৃহবধু মাহমুদা বেগমকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়।

মাহমুদা বেগমের পারিবারিক সুত্র জানায়, শাইনপুকুর এলাকার একটি মসজিদ কমিটি নিয়ে মাহমুদা বেগমের ছেলে রফিকুল ইসলামের সাথে একই এলাকার রায়হান ওরফে মজিদ, আলমগীর, কালু, রনিসহ বেশ কয়েকজনের সাথে দ্বন্দ্ব চলছিল।

শুক্রবার এ ঘটনা নিয়ে রফিকুলের প্রতিপক্ষ মারমুখী হয়ে ওঠে। ভয়ে মাহমুদা বেগম তার চাচাতো বোন নুরুন নাহারকে সাথে করে অটোরিক্সা নিয়ে বাঘড়া এলাকার অত্নীয়ের বাড়ির দিকে রওনা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। অটোরিক্সাটি বাঘড়া এলাকার কাদির মেম্বারের বাড়িরে সামনে পৌছলে প্রতিপক্ষের লোকজন মাহমুদা বেগমকে এসিড ছুড়ে মারে। এতে মাহমুদা বেগমের পিঠের বেশ কিছু অংশ ঝলসে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহিয়া জানান, এসিডে ঝলসে যাওয়ায় রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ গুরত্ব সহকারে খোঁজ নিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের