
দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১
সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জে।
২৭ মার্চ সোমবার রাত নয়টার দিকে দিনাজপুর উপজেলার নবীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পার্বতীপুর উপজেলার ঝাউ পাড়া গ্রামের মৃত জাকিরুল ইসলাম এর ছেলে নিহত আখতারুজ্জামান।
ফেরদৌস ওয়াহিদ নবাবগঞ্জ থানার একজন ভারপ্রাপ্ত ওসি তিনি জানান, ডাক্তারুজ্জামান মোটরসাইকেলে করে নবীনগঞ্জ বাজারের উত্তর দিকে পাকা রাস্তার ওপর হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে করেন। গুরুতর ভাবে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা থাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের এই বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এস আর