
খুলনায় পানিতে ডুবে নিহত দুই ভাই
খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের এক সঙ্গে মৃত্যু হয়েছে। নিহতরা হল, খুলনা উপজেলার হাড়িখালি গ্রামের সরফরাজ ওরফে ফরহাদ শিকদারের ছেলে সায়েন সিকদার (৪), এবং শাহারিয়ার শিকদার (৭)।
২৭ মার্চ সোমবার বিকেলের দিকে খুলনা জেলার তেরোখাদা উপজেলার হাড়িখালি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে খেলতে গিয়ে সায়েন ও শাহরিয়ার বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ সময় তাদেরকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে ভাসতে দেখে তাদেরকে।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
এস আর