শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভাঙনের মুখে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক, রক্ষার দাবি এলাকাবাসীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২১

Google News
ভাঙনের মুখে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক, রক্ষার দাবি এলাকাবাসীর

কুষ্টিয়ায় পদ্মা নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক। জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় ভাঙতে ভাঙতে জনগুরুত্বপূর্ণ এ মহাসড়কের মাত্র ১০০ মিটারের মধ্যে চলে এসেছে এ নদী।

জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সোমবার সকালে নদী তীরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ‘বহু বছর ধরে এ এলাকায় পদ্মার ভাঙন চলছে। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নিতে গত বছর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ৯৯০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করলেও তা আটকে আছে। ভাঙন ঠেকানো না গেলে যেকোনো সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়ক নদীতে বিলীন হয়ে যাবে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হবে।’

এ সময় চেয়ারম্যান কামারুল আরেফিন অবিলম্বে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান মণ্ডলসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের