
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের রামপুর বাজার এলাকায় ওই কিশোরগঞ্জে ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বর্শিকুড়া গ্রামের মো. কাছুম আলীর ছেলে আলমগীর হোসেন (১৯) ও উত্তর চরপুমী গ্রামের মো. ইয়াসিন হুরি (৪৮)।
হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ওই এলাকায় অটোরিকশা ও একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আলমগীর হোসেনের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত ইয়াসিন হুরিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
রেডিওটুডে নিউজ/ইকে