শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

খাগড়াছড়িতে বাসদ নেতা টুটুলের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ০৩:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২১

Google News
খাগড়াছড়িতে বাসদ নেতা টুটুলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে জাহিদ আহম্মেদ টুটুল (৬৮) নামে এক বাসদ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত টুটুল মাটিরাঙ্গার ওয়াসু এলাকার বাসিন্দা। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি সাম্যবাদ আন্দোলনের জেলা আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, ওদিন সকালে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় স্থানীয়রা গভীর খাদে মোটরসাইকেলসহ ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে দুপুরে পুলিশ এসে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ির সাবেক নেতা কবির হোসেন বলেন, তিনি বান্দরবান থেকে রাঙ্গামাটি হয়ে রাতে মাটিরাঙ্গা ফিরছিলেন। পথে সাপমারা নামক এলাকায় এই ঘটনা ঘটে। হয়তো ঝুম বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রন করতে না পেরে খাদে পড়ে যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের