সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

গলায় ফাঁস লাগিয়ে যুবককে হত্যা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪১, ৬ জুন ২০২৩

Google News
গলায় ফাঁস লাগিয়ে যুবককে হত্যা 

গলায় ফাঁস লাগিয়ে যুবককে হত্যা 

সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া নামক এলাকায় হত্যা চেষ্টার পর গলায় ফাঁস দেওয়ায় আব্দুল্লাহ ওরফে মমিন (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে পুলিশ সদর উপজেলার পিপুলবাড়িয়া নামক এলাকার একটি ধানের জমির পাশে থাকা আম গাছ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় l। মৃত মমিন সদর উপজেলার ভেওয়ামারা এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সমর চন্দ্র বলেন, 'ভোর ৪টার দিকে মমিন তার স্ত্রীকে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তার স্ত্রী দরজা খুলে দাঁড়াতেই মমিনের হাতে থাকা ব্লেড দিয়ে গলায় পোচ দিয়ে দৌড়ে চলে যায়। মঙ্গলবার সকালে মমিনের মরদেহ একটি আম গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।'

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের