বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বগুড়ায় হামলা চালিয়ে আসামি ছিনতাই হবার পরে আবারও গ্রেফতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪১, ৬ জুন ২০২৩

Google News
বগুড়ায় হামলা চালিয়ে আসামি ছিনতাই হবার পরে আবারও গ্রেফতার

বগুড়ায় হামলা চালিয়ে আসামি ছিনতাই হবার পরে আবারও গ্রেফতার

বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা চালানোর পর মাদকসহ আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। এর সাত ঘণ্টা পর আবারো পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি গাবতলী উপজেলার মরিয়া নামক এলাকার বাসিন্দা রাজকুমারের ছেলে এবং সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন চন্দ্র রায় নামে।

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, 'খোকন চন্দ্র রায় উপজেলার গোলাবাড়ী বাজারে ওষুধের ব্যবসার আড়ালে নেশাজাতীয় পণ্য বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গাবতলী মডেল থানার এসআই জাহাঙ্গীর, এএসআই ইউসুফ ও কনস্টেবল শাহাদত অভিযানে যান। ১০০ নেশা জাতীয় ট্যাবলেটসহ খোকনকে আটক করা হয়। তাকে হাতকড়া লাগিয়ে থানায় নিতে চাইলে পরিবারের সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ খোকনকে ছিনিয়ে নিয়ে যান স্বজনেরা।'

পরে রাত একটার সময় পুলিশ গাবতলী উপজেলার মড়িয়া হিন্দুপাড়া নামক গ্রামের ফসলি মাঠ থেকে আবারও তাকে গ্রেফতার করে। এদিকে তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
 
এ ঘটনাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং সেই সাথে পুলিশের ওপর হামলার অভিযোগেও মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের