শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য নামাজ আদায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৬, ৭ জুন ২০২৩

Google News
দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য নামাজ আদায়

দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য নামাজ আদায়

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় দিনাজপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের উপশহর মিতালী মাঠে উক্ত নামাজ অনুষ্ঠিত হয়। সেইসাথে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার মুহাদ্দিস এবং উপশহর ২ নম্বর ব্লকের বাজার জামে মসজিদের ইমাম ওয়ালিউল্লাহ সিরাজি এই নামাজ ও দোয়া পরিচালনা করেন।

রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ কয়েকজন মুসল্লি জানান, 'আগে এমন গরম অনুভব করিনি। অনাবৃষ্টি আর গরমে আমরা কষ্টে আছি। গরমে কাজ-কর্ম ঠিক মতো করতে পারি না। ছোট বাচ্চাদের নিয়ে সমস্যা হচ্ছে। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম।'

গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা। সেই সাথে দেখা নেই বৃষ্টিরও। তবে কয়েকদিন ধরে এ জেলাতে বিরাজ করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, 'মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আরও ৪-৫ দিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।'

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের