চুয়াডাঙ্গায় তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মামলার ৬ ঘন্টার মধ্যে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ২ টার দিকে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন আজ শনিবার সন্ধ্যায় দেওয়া এক প্রেসনোটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন - চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বগাদী গ্রামের আবদুল্লার ছেলে রকিবুল ইসলাম (৩৬), একই উপজেলার মৃত রমজান আলীর ছেলে রাজ্জাক আলী (৪৩), মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে স্বপন আলী (৪৩)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আলমডাঙ্গা থানার বগাদী গ্রামের মিন্টু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন। তিনি উল্লেখ করেন অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে থেকে কল দিয়ে নিজেকে সন্ত্রাসী পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করেন। ঐ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজসহ সপরিবারে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করেন। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর রাত অনুমান রাত ১ টায় বাদীকে সপরিবারে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ীতে বোমা নিক্ষেপ করেন। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার শয়ন কক্ষের সামনে টয়লেটের গোসলখানার ছাউনির উপর পড়ে বিকট শব্দে উক্ত ঘরের টিন আংশিক পুড়ে যায়।
উক্ত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়।
উক্ত মামলার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের যোগসাজসে বিভিন্ন এলাকার ধনাঢ্য লোকদের টার্গেট করে তাদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য মোবাইল ফোনে চাঁদাদাবী করে, চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হত্যা, গুম ও বোমা বিস্ফোরণের হুমকি প্রদান করে।
রেডিওটুডে নিউজ/এসবি