
ফাইল ছবি
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৫ যান দুমড়ে মুচড়ে গেছে। এছাড়া আরও তিনটি যান ক্ষতিগ্রস্ত হয়। এতে সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী রুনা আক্তর (৩৮) নিহত এবং অন্তত ১৬ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে এবং ১২ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মুন্সীগঞ্জগামী মালভর্তি ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বিভিন্ন যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুনা আক্তার নামে এক সিএনজি আরোহী নিহত হন। এ সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন ড্রাইভারও রয়েছে। এদের মধ্যে ঘাতক ট্রাকটির চালক বা হেলপার আছে কি না এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
রেডিওটুডে নিউজ/ইকে