বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

Radio Today News

সাভারে ৫ পোশাক কারখানাসহ আশুলিয়া প্রেসক্লাবে আগুন, থানায় হামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩০, ৪ আগস্ট ২০২৪

আপডেট: ২২:৩৩, ৪ আগস্ট ২০২৪

Google News
সাভারে ৫ পোশাক কারখানাসহ আশুলিয়া প্রেসক্লাবে আগুন, থানায় হামলা

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রায় ৫টি পোশাক কারখানাসহ আশুলিয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া হামলা করা হয়েছে আশুলিয়া থানায়।

এ সময় পুলিশের ৫টি গাড়িসহ অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ করে তারা।  তবে দুর্বৃত্তের বাধায় ঘটনাস্থলে পৌঁছতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (০৪ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার জিরানি এলাকায় সিনহা টেক্সটাইল, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপ ও বেঙ্গলসহ পাঁচটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে বাইপাইল এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতসহ অন্ততত ৩০ জন আহত হয়। পরে দুর্বৃত্তরা বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় তারা এক সংবাদকর্মীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে দুর্বৃত্তরা আশুলিয়া থানায় হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট চালিয়ে তাদের সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবারও আশুলিয়া থানার সামনে থাকা অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, দুর্বৃত্তরা থানায় হামলা চালানোর চেষ্টা করেছিল। আমরা তাদের প্রতিহত করে সরিয়ে দিয়েছি।

 

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের