বকেয়া বেতনে আদায়ের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছেন।
মঙ্গলবার সকালে গাজীপুরের ভোগড়া এলাকার এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার গেটে বিক্ষোভ করে। পরে তারা মহাসড়কে নেমে আসেন। বেলা ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ওই কারখানার শ্রমিকদের দাবি, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধ করার দিন তারিখ ঠিক করেও পাওনা বুঝিয়ে দিচ্ছেন না। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমে এসেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার কারণে মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।
মঙ্গলবার সকালে ১০টার দিকে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
রেডিওটুডে নিউজ/আনাম