বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ২২ নভেম্বর ২০২১

আপডেট: ০৩:৪৩, ২৩ নভেম্বর ২০২১

Google News
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় রিকশাওয়ালা প্রতিবাদ করলে তাকে মারধর করেছে ছিনতাইকারীরা।

রোববার (২২ নভেম্বর) দিনগত গভীর রাতে জেলা শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ফয়সাল আজাদ সাফি ওই পাড়ার মৃত আজাদুল হকের ছেলে এবং নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

ফয়সাল আজাদ সাফি বলেন, ‘রোববার রাতে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনযোগে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামি। রাত ২টার দিকে রিকশাযোগে চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ায় রওনা হই। বাড়ির অদূরে আফেন্দির দোকানের নিকট পৌঁছালে অজ্ঞাত দুজন রিকশার গতি রোধ করে। এ সময় তারা আমার বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় রিকশা চালক মনোয়ার হোসেনকে মারধর করে পালিয়ে যায় তারা।’

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের নিকট থেকে ছিনতাইয়ের বর্ণনা শোনে।

চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মোহাব্বত ভুক্তভোগীর বরাত দিয়ে বলেন, ‘গুলশানপাড়া এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হয়েছে বলে জেনেছি। রিকশা চালককে চড়-ঘুষিও মেরেছে তারা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।’

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের