
ছবি: রেডিও টুডে
চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। এসময় পুড়িয়ে দেয়া হয় বাঁধে ব্যবহৃত জাল।
আজ সোমবার সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর ভৈরব নদীর ঘাট থেকে কার্পাসডাঙ্গা ব্রীজ পর্যন্ত এই অভিযান চলে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার ওই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভৈরব নদীতে কিছু অসাধু মাছ শিকারী অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। এতে নষ্ট হচ্ছে নদীর গতিধারা ও নাব্যতা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় সুবলপুর ভৈরব নদীর ঘাট থেকে কার্পাসডাঙ্গা ব্রীজ পর্যন্ত ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়। ধ্বংস করা হয় বাঁধে ব্যবহৃত জাল। অভিযানের সময় বাঁধ মালিকরা পালিয়ে যান।
তিনি আরও জানান, এভাবে অবৈধভাবে বাঁধ দিয়ে কেউ যেন মাছ শিকার না করে সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি কেউ অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করেন তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীসহ দামুড়হুদা মডেল থানা পুলিশ।
রেডিওটুডে নিউজ/জেএফ