মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

দুই বাসের প্রতিযোগিতায় ৩ বাইক আরোহীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:১০, ৪ ডিসেম্বর ২০২১

Google News
দুই বাসের প্রতিযোগিতায় ৩ বাইক আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তাঁরা কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা। 

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা সূত্রমতে, ওই তিন ব্যক্তি মোটরসাইকেলে চড়ে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় বোগদাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

জানা গেছে, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করছিল। রিল্যাক্স বাসটির চালক ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন না বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।   

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ যুগান্তরকে জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের