মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

জয়পুরহাটে বিজয় দিবস উপলক্ষ্যে সাইকেল র‍্যালি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ১৬ ডিসেম্বর ২০২১

Google News
জয়পুরহাটে বিজয় দিবস উপলক্ষ্যে সাইকেল র‍্যালি

সংগৃহীত ছবি

বিজয় দিবস ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটে তরুণদের নিয়ে গড়া জয়পুরহাট সাইক্লিস্ট নামের সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং রফিক এন্ড ব্রাদার্স ও ক্লাসিক ডেন্টালের সহযোগিতায় বিজয় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে কুঠিবাড়ী ব্রিজ প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে এসে র‍্যালিটি শেষ হয়।

তরুণদের বাইসাইকেলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সব তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে র‍্যালিটি আয়োজিত হয়। এ উপলক্ষ্যে র‍্যালির শুরুতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী মিয়া, আধুনিক জেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. শামিম, যমুনাটিভির সিনিয়র রিপোর্টার আ. আলীম মন্ডল, রফিক এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আফসানা ফেরদৌসী, রেড ক্রিসেন্টের উপপরিচালক নাজমুল সাহাদৎ, জয়পুরহাট সাইক্লিস্টের ক্রু চিফ সারতাজ সাহাদৎ প্রমুখ।

র‍্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের শতাধিক আরোহী অংশ নেয়।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের