রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

বিএডিসি চেয়ারম্যান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিএডিসি চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. রুহুল আমিন খাঁন বলেছেন, ‘বর্তমানে দেশে কোনো সারের সংকট নেই। বিএডিসি চাহিদা অনুযায়ি ডিলারদের কাছে সময়মতো সার পৌঁছে দিচ্ছে। বিএডিসির কাজ হচ্ছে সার পৌঁছে দেওয়া, আর সারের চাহিদা যায় স্থানীয় সার-বীজ মনিটরিং কমিটির মাধ্যমে। তাই অনেক সময় চাহিদার সঠিক হিসেব আসে না। এ কারণে চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম হয়। যদি মাঠ থেকে চাহিদার সঠিক হিসাব আসে, তাহলে সার সংকট হবে না।’

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মাদারগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ২ হাজার ১০০ মেট্রিক টন পিএফজি সার গুদাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএডিসির চেয়ারম্যান বলেন, ‘সারে সংকট সমাধানে কাজ করছি। আগে অনেক দূর থেকে ডিলারদের সার আনতে হতো। এখন জেলায় জেলায় সারের আধুনিক গুদাম তৈরি করা হচ্ছে। অল্প সময়ে, অল্প খরচে টাকা জমা দিয়ে গুদাম থেকে ডিলাররা দ্রুত সময়ে সার এলাকায় নিয়ে যাবে। চাষিরাও সময়মতো সার পাবেন। দূরের জেলাগুলোতে আগে সার মজুক করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি (সার ব্যবস্থাপনা) সদস্য পরিচালক মো. ওসমান ভুইয়া, প্রকল্প পরিচালক মুজিবুর রহমান (বিএডিসি, সার), জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএডিসির ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ পরিচালক মো: ফারুক হোসেন, কন্ট্রাক গ্রোয়াসের উপ পরিচালক মো. রুহুল আমিন, পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক মো. সামসুজ্জোহা প্রামানিক, ঠাকুরগাঁও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোদাচ্ছের আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু, বিএডিসি সার বীজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের