
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র অশুভ কামনাকারীদের সৃষ্ট বাধা অতিক্রম করবে এবং তাদের গুন্ডামি ও অতিরিক্ত দাবির কাছে কখনো আত্মসমর্পণ করবে না।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি না মানার অভিযোগ তুলে পশ্চিমা তিন দেশ জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে তথাকথিত 'স্ন্যাপব্যাক' নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। পেজেশকিয়ান এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব গ্রহণে ব্যর্থতার কথা উল্লেখ করেন।
টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে প্রেসিডেন্ট বলেন, 'স্ন্যাপব্যাক-এর মাধ্যমে তারা রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক এবং চিন্তাভাবনাই রাস্তা খুলে দেয় বা তৈরি করে।'
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ব বিজ্ঞান অলিম্পিয়াডের পদকপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, শত্রুরা এমন কারও পথ আটকাতে পারবে না, যার দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং অগ্রগতির ক্ষমতা আছে।
তিনি আরও বলেন, আমরা মাথা নত করব না, কারণ আমাদের রূপান্তর আনার ক্ষমতা ও দক্ষতা আছে। আমরা এই অঞ্চলে একটি ভুয়া অপরাধী শাসনকে তার ইচ্ছা জোর করে প্রয়োগ করতে দেব না।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তার প্রশাসন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তরিত করার জন্য কাজ করছে, যাতে ইরানি তরুণরা তাদের লক্ষ্য অর্জনের সময় কোনো দ্বিধা ছাড়াই বাধা অতিক্রম করতে পারে।
বিশ্ব বিজ্ঞান অলিম্পিয়াডের পদকপ্রাপ্তদের প্রশংসা করে তিনি বলেন, ইরানি তরুণরা দেশকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। আপনাদের ওপর নির্ভর করে নিজের এবং এই অঞ্চলে সমৃদ্ধি, ন্যায়বিচার ও ন্যায্যতা আনতে পারে ইরান।
রেডিওটুডে নিউজ/আনাম