রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

সিএমজিকে নাহিদ ইসলাম

চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন

চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি চীন সফরকালে সিএমজি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকার  তিনি এ কথা বলেন। 

‘বাংলাদেশে গণতন্ত্র, অগ্রগতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি—সবকিছুতেই চীনের সাথে সম্পর্ক রয়েছে। আমরা চীনের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখেছি।’

চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করা দরকার—বিশেষ করে তরুণ প্রজন্ম ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে।

বর্তমানে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তারা এখানে শান্তিপূর্ণ পরিবেশ পাচ্ছেন। তরুণদের বিনিময় নিশ্চয়ই দুই দেশের বিনিময়কে এগিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আপনি কী মনে করেন?

এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমেরিকায় যায়, তবে চীনে পড়াশোনার চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে শিক্ষা, কৃষি, পানি, পরিবেশ ও সংস্কৃতি বিনিময়ে কাজ বাড়াতে হবে। চীনে পড়াশোনার সুযোগ-সুবিধা বাড়লে সম্পর্ক আরও মজবুত হবে। জেনারেশন জেড সমাজ, জাতি ও রাজনীতির জন্য সংগ্রাম করে উদাহরণ তৈরি করেছে। আমরা জানতে চাই চীন কীভাবে তাদের তরুণদের কাজে লাগাচ্ছে।

এসময় এনসিপি সম্পর্কে জানতে চাইলে নাহিদ আরও বলেন, বাংলাদেশের তরুণরা দায়িত্ব পালন করছেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লড়াই করছেন এবং দেশকে মুক্ত করেছেন। তরুণ প্রজন্ম দেশপ্রেম জাগিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। এই লক্ষ্যে  জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে প্রজন্মের স্বপ্ন পূরণ ও গৌরব ধরে রাখার জন্য।

এখন আপনি বাংলাদেশের খুব বিখ্যাত তরুণ রাজনীতিবিদ। আপনি কি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন? পড়াশোনা চালিয়ে যাবেন?  

এমন প্রশ্নের উত্তরে নাহিদ জানান, তিনি মাস্টার্স করেছেন, আরও উচ্চশিক্ষা নিতে চান, তবে রাজনৈতিক জীবনে যেহেতু প্রবেশ করেছেন, তাই দায়িত্ব পালন করতে রাজনৈতিক জীবন চালিয়ে যেতে চান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের