রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

জোট করার ইঙ্গিত দিয়ে যা বললেন জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
জোট করার ইঙ্গিত দিয়ে যা বললেন জামায়াত আমির

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে জয়ী করার লক্ষ্যে আর্থিক কোরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে নারী নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির জয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।

জোট করার ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেছেন, যারা জামায়াতকে পছন্দ করেন, ভালোবাসেন এবং জামায়াত যাদের পছন্দ করে, তাদের নিয়েই আগামীতে ৩০০ আসনে নির্বাচনের আশা করি।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন জামায়াত নেতাকর্মীরা। অনেকেই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ-কুরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের