রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

আমাদের জীবনে আল্টিমেট জিত বা হার বলে কোনো টার্ম নেই: আবিদুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২০, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
আমাদের জীবনে আল্টিমেট জিত বা হার বলে কোনো টার্ম নেই: আবিদুল

সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবিলা করে। আমাদের জীবনে আল্টিমেট জিত বা হার বলে কোনো টার্ম নেই। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ ‘‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’’-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আবিদ বলেন, এই দীর্ঘ পথচলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবিলাকরণ। আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে ডাকসু নির্বাচনকে মোকাবিলা করেছি। 

নির্বাচনের অসঙ্গতি নিয়ে বারবার অভিযোগ করতে চান না জানিয়ে তিনি আরও বলেন, বারবার অভিযোগ করলে আপনাদের কাছে শুনতেও খারাপ লাগবে। নির্বাচন শেষ হয়ে গেছে, তারমানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা না। আমরা যে অসঙ্গতি পেয়েছি, সেগুলো নিয়ে আমাদের যে নির্বাচনী কালচার—হেরে গেলে বিক্ষোভ করা, অবরোধ করা, মিছিল করা, বিশেষ করে ২০১৯ ডাকসু নির্বাচন শেষে ভিসি অফিস অবরুদ্ধ করা—আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইস করে, পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্যধারণ করেছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের