
বৌদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটাকে কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
শৌর্য দেবের প্রথম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন স্বস্তিকা, যেখানে তাকে দেখা যাবে ‘প্রোমোটার বৌদি’ হিসেবে। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করেন অভিনেত্রী।
সিনেমাটির গল্পে দুই সন্তান, স্বামী নিয়ে স্বস্তিকার সংসার। সেই হিসেবে পাড়ার সবাই তাকে বৌদি বলে ডাকে।
এ প্রসঙ্গে স্বস্তিকা বললেন, “আমার পাড়াতেও দেখেছি, মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সামাজিক মাধ্যমের দৌলতে ‘বৌদি’ শব্দটা কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়।
সেটা তো আদপে নয়! বৌদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। এখানেও আমার চরিত্রটা ঠিক ও রকমই। পেশায় প্রোমোটার। তাই নাম প্রোমোটার বৌদি।
”
সিনেমাটি নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প বলবে বলে জানালেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইদানীং বড় পর্দায় শহুরে সমস্যা, শহুরে গল্পের গল্পের ছোঁয়া বেশি দেখা যায়।
স্বস্তিকা বলেন, “নিম্নমধ্যবিত্ত পরিবারেরও অনেক সমস্যা থাকে। এই শহরে নিম্নবিত্তের সংখ্যাই বেশি। তাদের জীবনে অনেক সমস্যা আছে।
তবে এই কাহিনিতে বাণিজ্যিক ঘরানার গল্পের যা যা উপাদান প্রয়োজন সব আছে।”
অভিনেত্রীর ভাষ্যে, নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা ছবির স্বাদ আবার ফিরিয়ে দেবে এই নতুন ছবি। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের সমান অবদান রয়েছে, দাবি স্বস্তিকার।
জানা গেছে, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
রেডিওটুডে নিউজ/আনাম