শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

লঞ্চে আগুনের ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ২৯ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৯:১৮, ২৯ ডিসেম্বর ২০২১

Google News
লঞ্চে আগুনের ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ঝালকাঠীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আরও দুই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৩ জনে দাঁড়ালো।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী-সুগন্ধা-গাবখান নদীর মোহনায় এক নারীসহ ২জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল। নিখোঁজদের খোঁজে নদীর পাড়ে ভিড় করছেন স্বজনরা।

এদিকে, নৌ পরিবহনের অধিদফতের ৪ সদস্য বিশিষ্ট তদন্ত দল ঝালকাঠিতে গেছে। আগুন লাগা এমভি অভিযান-১০ লঞ্চ ঘুরে দেখেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের