বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষে আপনাদের ভোট চাই।’
মঙ্গলবার কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।’
তিনি বলেন,‘এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি।’
সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে অংশ নিতে পাঁচদিনের সফরে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সেখানে তিনি আধাঘণ্টা অপেক্ষা করেন। পরে সফরের প্রথমদিনের পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার উদ্দেশে চকরিয়া উপজেলার খুটাখালীতে যান।
রেডিওটুডে নিউজ/আনাম

