
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে দেড় ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু হলেও স্পীডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি সচল রয়েছে।
এসব বিআউব্লিউসিটির এজিএম মো. শফিকুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে দুপুর পৌণে ১টায় লঞ্চ, ফেরি ও স্পীডবোট চলাচর বন্ধ রাখা হয়। পরে ১ ঘন্টা পর দুপুর পৌণে ২টায় ফেরি ও সোয়া ২টায় লঞ্চ চলাচল সচল করা হয়। তবে স্পীডবোট চলাচর এখনও বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন এই রুটে এখন ৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৩টা) শিমুলিয়ায় ২ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
রেডিওটুডে নিউজ/ইকে