শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বিদেশে পাচারকালে ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জন উদ্ধার: মানবপাচারকারি আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২২

Google News
বিদেশে পাচারকালে ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জন উদ্ধার: মানবপাচারকারি আটক

চাকরি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের সময় ছয় রোহিঙ্গা তরুণীসহ সাত জনকে উদ্ধার করেছে র‌্যাব ১৫ কক্সবাজার। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।

আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।

আজ শুক্রবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র‌্যাব- ১৫ এর অধিনায়ক মো. খায়রুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করে এবং তার সাথে থাকা ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজন পাচারকারীর নাম জানিয়েছেন ইদ্রিস। যারা এই  মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের