মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ : নিহত ২, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৩:০৯, ২৮ জুন ২০২১

আপডেট: ০৩:৩০, ২৮ জুন ২০২১

Google News
মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ : নিহত ২, আহত অর্ধশতাধিক

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে কিসের বিস্ফোরণ হয়েছে তা কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওয়ার‌লেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যে এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ওই ভবনে রয়েছে আড়ংয়ের শোরুম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, আমরা একটি এসি বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট পাঠানো হয়েছে।

এদিকে রাত নয়টায় শেষ খবর পাওয়া অবধি দুই জনের মৃত্যু ও ৩৬ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের