শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইভানার মৃত্যু: ব্যারিস্টার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা নিল পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৩:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

Google News
ইভানার মৃত্যু: ব্যারিস্টার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা নিল পুলিশ

ফাইল ছবি

রাজধানীর পরীবাগে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন, যার নম্বর-৪১।

রাতে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার (গতকাল) থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছিলাম। আজ রাতে সেই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করেছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।’

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানার নবাব হাবিবুল্লাহ রোডে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেছনে) দুই ভবনের মাঝখান থেকে ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রেডিওটুডে নিউজ/এসএস/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের