
সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে দেয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মিরপুর রোডে একটি ভবনের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণের পর ভবনের একটি দেয়াল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এই ঘটনা ঘটে আজ রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে। তবে কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
বিস্ফোরণের ফলে ওই ভবনের সামনের সড়কের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন।
রেডিওটুডে নিউজ/এসবি