শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ফরিদপুরে সন্ত্রাস প্রতিরোধে ইমামদের নিয়ে সভা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৮:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

Google News
ফরিদপুরে সন্ত্রাস প্রতিরোধে ইমামদের নিয়ে সভা

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে মসজিদের ইমামদের ভূমিকা সংক্রান্ত আলোচনা সভা ; ছবি: সংগৃহীত

ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে মসজিদের ইমামদের ভূমিকা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা প্রশাসক বলেন, "প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না। আমাদের দায়িত্ব মানুষকে ভালবাসা। নামধারী কাজীরা (বিয়ের রেজিস্ট্রার) বাবা-মাকে ফুসলিয়ে বাল্য বিয়ে দিয়ে দেন। এসব দূর করতে হবে। ইমামরাই পারে সমাজকে সুন্দর করে গড়ে তোলার ভূমিকা রাখতে।"

তিনি আরও বলেন, সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী পথ থেকে সরিয়ে রাখতেও ইমামদের ভূমিকা অপরিসীম। মসজিদে মসজিদে নামাজের আগে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিপক্ষে বক্তব্য তুলে ধরতে পারেন ইমামরা।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের