
আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদানিকারকরা জানান, বুধবার (১৫ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি অনুমতির মেয়াদ শেষ হয়। ফলে আজ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আড়তগুলোতে পর্যাপ্ত মজুত থাকায় এখন পর্যন্ত ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। তবে দাম বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের সর্বশেষ সময়সীমা ১৫ মার্চ নির্ধারণ করে দিয়েছিলেন। নতুন করে অনুমতি না দেয়ায় বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সরবরাহ কমে গেলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে পারে
রেডিওটুডে/এমএমএইচ