শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

১৭ দিনে রেমিট্যান্স সাড়ে ১২ হাজার কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৮, ১৯ মার্চ ২০২৩

Google News
১৭ দিনে রেমিট্যান্স সাড়ে ১২ হাজার কোটি টাকা

রমজান সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ অনেকটা বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

রোববার (১৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ হাজার ৭০ কোটি টাকা। আর চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রবাসী আয় বাড়াতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা ও ফি মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকেই ধীরে ধীরে প্রবাসী আয়ে গতি ফিরতে শুরু করে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের