শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

দুই দেশ থেকে ৩৪৬ কোটি টাকার সার কিনবে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ মে ২০২৩

Google News
দুই দেশ থেকে ৩৪৬ কোটি টাকার সার কিনবে সরকার

দুই দেশ থেকে ৩৪৬ কোটি ৭১ লাখ টাকার ৮০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৪ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকার ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকার ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই বৈঠকে টিসিবির জন্য ২৫৭ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে দেশীয় সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে ১৮২ টাকা ৬৫ পয়সা লিটার দরে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার ৭০ লাখ লিটার সয়াবিন তেল এবং যুক্তরাষ্ট্র থেকে ১৪০ টাকা লিটার ধরে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের