শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাজেটে সিগারেটের দাম বাড়ছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০০, ১ জুন ২০২৩

Google News
বাজেটে সিগারেটের দাম বাড়ছে

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট আসছে। এবারের বাজেটে সিগারেটসহ বেশকিছু তামাকজাত পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

আজ (১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ অধিবেশনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম ও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট।

এবারের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা দেবেন অর্থমন্ত্রী। ফলে কিছু পণ্যের দাম কমতে পারে আবার কিছু পণ্যের দাম বাড়তে পারে। জানা গেছে, নতুন বাজেটে তামাক জাতীয় পণ্য সিগারেট, জর্দা, গুলের দাম বাড়তে যাচ্ছে। পাশাপাশি বাসমতী চাল, কাজুবাদাম, খেজুরের মতো খাদ্যসামগ্রীর দাম বাড়তে পারে। 

এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের