শরিয়াভিত্তিক ৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শরিয়াভিত্তিক ৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৩, ১৬ নভেম্বর ২০২৫

Google News
শরিয়াভিত্তিক ৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গভর্নর মনসুর ব্যাংকিং খাতের সমৃদ্ধি ও গতিশীলতার জন্য স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "বিনিয়োগকারী, ডিপজিটর (জমাকারী), কর্মকর্তা—সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।"

পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।"

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৫ নভেম্বর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করেছিল।

এরপর গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক—'সম্মিলিত ইসলামী ব্যাংক'-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের