বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

করোনায় দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৭, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ০২:৩৬, ২৪ জানুয়ারি ২০২২

Google News
করোনায় দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

ফাইল ছবি

করোনা মোকাবেলায় সরকারের নির্দেশিত বিধি-নিষেধে জীবনযাত্রার মান ও দেশের অর্থনীতির ওপর খুব বেশি একটা প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি এবার ততটা ভয়াবহ হবে না। বিগত দিনগুলোতে আমরা যেভাবে মোকাবিলা করেছি, এবারও পারবো।

রোববার (২৩ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে দুপুরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এসময় জেলা পর্যায়ের সদস্যদের কর ও প্রণোদনা পাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যাদের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে তারা অবশ্যই পাবে। শর্তসাপেক্ষে আমরা যেসব প্রণোদনা দিয়েছি, শর্ত যথাযথ পূরণে সেটি দ্রুতই পেয়ে যাবেন। বিলম্বসহ অন্য কোনো কারণে সেটি ব্যাহত হলে সেই বিষয়ে লিখিতভাবে জানালে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 

রেডিওটুডে নিউজ/এসজেএন/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের