শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

স্টামফোর্ডের নতুন উপাচার্য  জবির অধ্যাপক ড. মনিরুজ্জামান

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:০৩, ৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:০৩, ৮ জানুয়ারি ২০২৩

Google News
স্টামফোর্ডের নতুন উপাচার্য  জবির অধ্যাপক ড. মনিরুজ্জামান

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান। 

বৃহস্পতিবার  ( ৫ জানুয়ারি ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো  হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী প্রফেসর ড. মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  পদে নিয়োগ প্রদান করা হল।

 প্রজ্ঞাপনে আরো বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের