বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

২৫ পদেই আওয়ামীপন্থীদের জয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৯ মার্চ ২০২৩

Google News
২৫ পদেই আওয়ামীপন্থীদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ২৫টি পদেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী প্যানেল গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীরা।

বিএনপিপন্থী-জামায়াত সমর্থিত কেউ এ নির্বাচনে অংশ নেননি। স্বতন্ত্র 'টিম অপরাজেয়' প্যানেল আওয়ামীপন্থী প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাবির সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফল প্রকাশ করেন। সর্বোচ্চ ১১ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুজহাত চৌধুরী।

এ ছাড়াও, ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ এম বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চৌধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান এবং অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়।  শনিবার (১৯মার্চ) ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। রোববার ভোট গণনা শেষে নির্বাচনে বিজয়ী ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের নাম ঘোষণা করা হয়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের