
সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা হবে
২০২৩-২০২৪ শিক্ষবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সোমবার (২০ মার্চ) গুচ্ছ পদ্ধতিতে ত্রুটিমুক্ত ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানানো হয়। এ ছাড়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় দেশবাসী আমাদের উষ্ণ অভিবাদন জানিয়েছে। তারা বলেছেন, এটি একটি ভালো পরীক্ষা পদ্ধতি।
রেডিওটুডে/এমএমএইচ