
বুধবার (৩০ অক্টোবর) ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড় ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় সায়েন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান।
তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি চলবে।
রেডিওটুডে/এমএমএইচ