শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

`অপারেশন সুন্দরবন` মুক্তির দ্বিতীয় সপ্তাহে বাড়লো হলসংখ্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৬, ১ অক্টোবর ২০২২

আপডেট: ০৩:১৩, ১ অক্টোবর ২০২২

Google News
`অপারেশন সুন্দরবন` মুক্তির দ্বিতীয় সপ্তাহে বাড়লো হলসংখ্যা

সংগৃহিত ছবি

'অপারেশন সুন্দরবন' মুক্তির দ্বিতীয় সপ্তাহে বাড়লো হলসংখ্যা। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫টি সিনেমা হলে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি পায়। 'অপারেশন সুন্দরবন' মুক্তির দ্বিতীয় সপ্তাহে আরও ১০টি হল বেড়ে গিয়ে মোট ৪৫টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন বলেন, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটির এখনও পর্যন্ত কোন নেগেটিভ রিভিউ আসেনি। সিনেমাটি যারা দেখেছেন, তারা সবাই প্রসংশা করেছেন। দর্শকদের কাছে দারূণ উপভোগ্য ছবি এটি।

ছবিটিতে বিভিন্নধরনের চরিত্রে অভিনয় করেছেন, সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, বণিক,দর্শনা, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ
 আরও অনেকে।

'অপারেশন সুন্দরবন' দ্বিতীয় সপ্তাহে যেসব হলে মুক্তি পেয়েছে সেগুলো হলো, স্টার সিনেপ্লেক্স( বসুন্ধরা সিটি,  সীমান্ত সম্ভার- মহাখালী এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণী, মিরপুর), শ্যামলী(শ্যামলী), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (ইংলিশ রোড), মধুমিতা (মতিঝিল), আনন্দ (ফার্মগেট), গীত সিনেমা (দোলাইরপাড়), সৈনিক ক্লাব (বনানী), বিডিআর (পিলখানা), সিনে স্কোপ (নারায়ণগন্জ), সিলভার স্কিন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট)।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের