
মৌসুমি
একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা মৌসুমী এখন চলচ্চিত্রে আর তেমন একটা অভিনয় করেন না। তবে গল্প পছন্দ হলে মাঝেমাঝে ছবিতে নাম লেখান। এবার মৌসুমি প্রকাশ করলেন তার একান্ত ইচ্ছার কথা। জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার লাশ কাউকে দেখতে না দেওয়া হয়।
একটি টিভি অনুষ্ঠানে সম্প্রতি নিজের কয়েকটি ইচ্ছার কথা ব্যক্ত করে তিনি বলেন, "প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলে জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।"
এরপর হজে যাওয়ার কথা জানিয়ে মৌসুমী বলেন, "আমি মারা যাওয়ার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।"
মৌসুমী আরও জানান, ওয়েলফেয়ার নামে তার একটি সংগঠন রয়েছে। তিনি চান এই সংগঠন তার মৃত্যুর পরও যেন সচল থাকে। যে উদ্দেশ্য নিয়ে সংগঠনটি গড়ে উঠেছে সেই সব সম্পন্ন করার জন্য অনুরোধ করেন অনুরাগীদের প্রতি।
রেডিওটুডে নিউজ/এসবি