
লগ্নজিতা চক্রবর্তী ও শফিক তুহিনের নতুন গান
'প্রেমে পড়া বারণ’, ‘বসন্ত এসে গেছে’ এই গানগুলো কলকাতা ছাড়িয়ে বাংলাদেশের শ্রোতাদের কাছেও বহুল পরিচিতি। গানগুলোর শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। গত সপ্তাহে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিনের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় এই গায়িকা। এবারই প্রথমবার একসঙ্গে গাইলেন তাঁরা।
লগ্নজিতার সঙ্গে পরিচয় কিভাবে তা জানতে চাইলে শফিক তুহিন জানান, 'আগে পরিচয় ছিল না। লগ্নজিতার গান শোনার পর থেকেই তাঁর সঙ্গে গান করার ইচ্ছা। কিন্তু কলকাতায় একাধিক গান করলেও লগ্নজিতার সঙ্গে গান করা হয়ে উঠছিল না। এবার সেই সুযোগ আর হাতছাড়া করেননি। গত সপ্তাহে তাঁদের গানটির রেকর্ডিং হয়েছে।'
শফিক তুহিন বলেন, ‘লগ্নজিতার গানে আলাদা একটি সিগনেচার থাকে। সেটা আমার কাছে ভালো লাগে। পরিচয়ের পর থেকে আমাদের গান নিয়ে কথা হতো। দুই দেশে কী ধরনের গান হচ্ছে, এসব নিয়ে কথা হতো।। এসব আলোচনা করতে গিয়েই একসঙ্গে গান করার ব্যাপারে আগ্রহী হই। কারণ, তার গায়কিতে বিশেষ একটা ঢং রয়েছে। যে কারণে যেকোনো গান তার সহজাত কণ্ঠে অনন্য হয়ে ওঠে। তার সঙ্গে কথা হয়েছে, সে–ও গানটি নিয়ে অনেক খুশি।’
‘একটি গল্প শুনিয়ো’ শিরোনামের এই গানটি শফিক তুহিন নিজেই লিখেছেন এবং সুর করেছেন। তিনি জানান, গানটি আসছে ঈদে মুক্তি পাবে।
এস আর