
জিয়াউল হক অপূর্ব
নাটক-ওটিটিতে অভিনয় করে জিয়াউল ফারুক অপূর্ব এপারের পাশাপাশি ওপার বাংলায়ও পেয়েছেন জনপ্রিয়তা। তিনি এবার নাম লেখাতে যাচ্ছেন টলিউডের সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
নির্মাতা প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন অপূর্ব। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে সিনেমায় পর্দা ভাগ করবেন রাইমা সেন।
প্রথমবার কলকাতার ছবিতে অভিনয় করছেন অপূর্ব। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, "আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।"
ফেরদৌসাল হাসান ছবিটি প্রযোজনা করছেন। অপূর্বের অন্তর্ভুক্তির কথা জানিয়ে তিনি লিখেছেন, "আমাদের ‘চালচিত্র’ ছবির হাত ধরে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে অপূর্বর। এমন একটা খবর ঘোষণা করে ভালো লাগছে।"
ছবিতে অপূর্ব-রাইমা ছাড়াও অভিনয় করবেন, টোটো রায় চৌধুরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।
রেডিওটুডে নিউজ/এসবি