লাস্যময়ী নজরকাড়া লুকে শোবিজ অঙ্গনে চমকেই দিলেন রোজা

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

লাস্যময়ী নজরকাড়া লুকে শোবিজ অঙ্গনে চমকেই দিলেন রোজা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২২, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৪, ৫ জানুয়ারি ২০২৬

Google News
লাস্যময়ী নজরকাড়া লুকে শোবিজ অঙ্গনে চমকেই দিলেন রোজা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং তার সহধর্মিণী রোজার দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হতেই যেন আলোয় ভরে উঠেছে তাদের ভালোবাসার গল্প। বিবাহবার্ষিকী ঘিরে রোজার দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, আর পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের। কিন্তু এবার যেন চমকেই দিলেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।

এ ছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের